দুদিনেরও কম সময় পর শুরু হচ্ছে ঢাকাই ক্রিকেটের প্রধান আসর প্রিমিয়ার লিগ। আজ শনিবার বিকেলে সে ক্রিকেট আসরের ট্রফি উন্মোচন হলো। সে উপলক্ষে ১২ ক্লাবের অধিনায়কের মিলনমেলা বসেছিল হোম অব ক্রিকেটে।
Advertisement
ট্রফি হাতে পোজ দিতে এসে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন বিভিন্ন ক্লাবের অধিনায়করা। গতবারের চ্যাম্পিয়ন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত, এবার কাগজে-কলমে এক নম্বর দল মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল, গাজী গ্রুপের অধিনায়ক এনামুল হক বিজয়, পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাব্বির রহমান রুম্মনসহ প্রায় সব অধিনায়ক মূলত ক্রিকেটারদের পেমেন্ট নিয়েই কথা বলেছেন। তাদের প্রত্যাশা, ক্লাবগুলো ক্রিকেটারদের পাওনা যথাসময়ে পরিশোধ করবে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে ক্লাবগুলোর আন্তরিকতা আশা করেছেন। ক্রিকেটাররা যাতে তাদের পাওনা পারিশ্রমিক যথাসময়ে এবং শর্ত অনুযায়ী পান, সে আবেদন রেখে সাদা-কালো শিবিরের এবারের অধিনায়ক তামিম বলেন, ‘আমি সব সময় অনুভব করি, প্রিমিয়ার লিগ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড।’
তামিমের প্রত্যাশা, প্রিমিয়ার লিগের মাঠের খেলা ভালো হবে। পাশাপাশি আম্পায়ারিংও সুন্দর হবে। সেই সঙ্গে ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তাও কামনা করেন তিনি, ‘খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক-এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, প্লেয়ারদের পারিশ্রমিকের যেন নিশ্চয়তা থাকে। আমার তরফ থেকে এতটুকুই চাওয়া থাকবে।’
Advertisement
তামিম মনে করেন, দেশের পরিস্থিতি একটু অন্যরকম, তাই বিপিএল ও প্রিমিয়ার লিগের পেমেন্ট কমে গেছে।
দেশসেরা ওপেনার বলেন, ‘আমরা জানি, আমাদের দেশের পরিস্থিতি একটু ভিন্ন। তবে সেটা যাই হোক না কেন, সব দিক থেকেই প্লেয়াররা ভুগছে-বিপিএল বলুন আর প্রিমিয়ার লিগ বলুন। তবে আশা করব, ক্লাবগুলো যে কমিটমেন্ট করেছে, সেই অনুযায়ী যেন প্রত্যেকটা প্লেয়ার তাদের পারিশ্রমিক পায়। সেটিই হবে মূল অগ্রাধিকার। এর বাইরে চাইব, ক্রিকেটটা ভালো হোক, আম্পায়ারিং নিয়ে যে আলোচনা হয়, সেগুলো বোর্ড দেখভাল করুক। আমরা যেন ভালোভাবে লিগটা শেষ করতে পারি। আবারও বলব, আমার মূল অগ্রাধিকার হচ্ছে খেলোয়াড়দের পারিশ্রমিক পুরোপুরি পরিশোধ করা।’
আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও পারটেক্সের অধিনায়ক সাব্বির রহমান রুম্মন একই সুরে কথা বলেন। দুজনই তামিমের কথার রেশ ধরেই নিজেদের মতামত জানান।
আবাহনী অধিনায়ক মোসাদ্দেক বলেন, ‘আমাদের (আবাহনীর) জন্য এই বছরটা চ্যালেঞ্জিং। তামিম ভাই যেহেতু পেমেন্ট ইস্যুটা উল্লেখ করেছেন, এটাই বড় একটি সমস্যা। এই কারণে আমরা অনেক খেলোয়াড়কে ধরে রাখতে পারিনি। তবে আমার মনে হয়, আমাদের এক্সাইটিং কিছু প্লেয়ার আছে, যাদের নিয়ে আমরা সামনে ভালো করতে পারব এবং ভালো ফল আনতে পারব। তবে আমার মতে, ঢাকা লিগের সবচেয়ে বড় সমস্যা পেমেন্ট ইস্যু।’
Advertisement
প্রথমবার পারটেক্সের অধিনায়কত্ব করবেন সাব্বির রহমান। এটিকে ক্যারিয়ারের নতুন অধ্যায় অভিহিত করে জাতীয় দলের সাবেক এই ব্যাটার বলেন, ‘তামিম ভাই যেটা বললেন, এবার লিগটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। পেমেন্ট ইস্যুটা বড় বিষয়। আমরা আশা করব, সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হোক। আমি পারটেক্সের হয়ে খেলব, অধিনায়ক হিসেবে এটি আমার জন্য নতুন অধ্যায়। আশা করি, সবার প্রত্যাশা পূরণ করতে পারব।’
এনামুল হক বিজয়ের আশা, আগের বারের মতো এবারও তার সময় ভালো যাবে, ‘আশা করি, এই বছরও দলের হয়ে অবদান রাখার চেষ্টা করব, সেরা পারফরম্যান্স বের করে আনব। গাজী গ্রুপ একটি দুর্দান্ত দল, যা গত কয়েক বছর ধরে দাপটের সঙ্গে খেলছে। আশা করি, ভালো পারফরম্যান্স দিয়ে দলকে ভালো অবস্থানে নিতে পারব।’
এআরবি/এমএমআর/এমএস