আন্তর্জাতিক

যে কারণে জেলেনস্কিকে ক্ষমা চাইতে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডার পর কোনো ধরনের চুক্তি ছাড়াই বৈঠক শেষ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Advertisement

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, এভাবে বৈঠক শেষ করে আমাদের সময় নষ্ট করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টের ক্ষমা চাওয়া উচিত।

জেলেনস্কি সত্যিই শান্তি চান কি না এ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন রুবিও। শান্তি প্রচেষ্টাকে অবমূল্যায়ন করার মাধ্যমে জেলেনস্কি এর সঙ্গে জড়িত সবাইকে নিরাশ করেছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

তবে এই ঘটনায় এখনও ক্ষমা চাননি জেলেনস্কি। ট্রাম্প ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফক্স নিউজকে তিনি বলেছেন, খারাপ কিছু করেছি এমনটা আমি নিশ্চিত নই। তবে সাংবাদিকদের সামনে এমন বাদানুবাদ তার প্রত্যাশিত ছিল না বলেও জানান তিনি।

Advertisement

এদিকে জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরকে সম্পূর্ণ ব্যর্থতা বলে আখ্যায়িত করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, ২৮ ফেব্রুয়ারি জেলেনস্কির ওয়াশিংটন সফর কিয়েভ সরকারের সম্পূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক ব্যর্থতা।

জাখারোভা বলেন, ওয়াশিংটনে থাকাকালীন নোংরা আচরণের মাধ্যমে জেলেনস্কি নিশ্চিত করেছেন যে তিনি একজন দায়িত্বজ্ঞানহীন যুদ্ধবাজ হিসেবে বিশ্ব সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় হুমকি।

সূত্র: ডয়েচে ভেলে

Advertisement

এমএসএম