জাতীয়

হেলিকপ্টারে বিনামূল্যে রোগী পরিবহনসেবা চালু করলে সহায়তা করা হবে

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেছেন, আইনের মধ্যে থেকে ভবিষ্যতে কেউ হেলিকপ্টারে বিনামূল্যে রোগী পরিবহনসেবা চালু করতে চাইলে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

Advertisement

শনিবার (১ মার্চ) দুপুরে যশোরের ফুলারহাটে আদ-দ্বীন সাকিনা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‌‘হেলিকপ্টারে বিনামূল্যে রোগী পরিবহন’ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিনামূল্যে ‘হেলিকপ্টারে বিনামূল্যে রোগী পরিবহন’ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আদ-দ্বীন ফাউন্ডেশন তত্ত্বাবধানে এ হেলিকপ্টার সেবা পরিচালনা করবে ইমপ্রেস এভিয়েশন।

প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান বলেন, খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জন্য আদ-দ্বীন ফাউন্ডেশন যে বিনামূল্যে রোগী পরিবহনসেবা চালু করেছে, তা নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ। এ উদ্যোগ সংকটাপন্ন অসচ্ছল রোগীদের দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement

তিনি বলেন, জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তাকে অনুধাবন করে ইমপ্রেস এভিয়েশন পরিচালিত আদ-দ্বীন ফাউন্ডেশন হেলিকপ্টারের মাধ্যমে এ সেবা চালু করেছে, যা মানবতার সেবায় এক বিশাল অগ্রগতি।

স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার উল্লেখ করে বেবিচক চেয়ারম্যান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত। কিন্তু এমন মহৎ উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষ খুব সহজে এ সেবা পাবে। আদ-দ্বীন ফাউন্ডেশনের এ উদ্যোগ শুধু একটি সেবা নয়, এটি মানবতার এক অনন্য নিদর্শন।

এমএমএ/এমএএইচ/

Advertisement