দেশজুড়ে

রমজান সামনে রেখে বাজারে অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

রমজানকে সামনে রেখে ফেনীতে ভোজ্যতেল ও ইফতার সামগ্রীর বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

Advertisement

শনিবার (১ মার্চ) দুপুরে মহিপাল বাজারে এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

ভোক্তা অধিদপ্তর জানায়, মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে মেসার্স জয়নাল স্টোরকে ২ হাজার টাকা, বিসমিল্লাহ জেনারেল স্টোরকে ২ হাজার টাকা ও সুজন রেস্তোরাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে।

Advertisement

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ভোজ্যতেলের ডিলার পয়েন্ট, পাইকারি ও খুচরা দোকানগুলোতে মনিটরিং করা হয়। তেলের সরবরাহ, মজুত পরিস্থিতি ও সাপ্লাই চেইন ঠিক আছে কি না তদারকি করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/এমএস