জাতীয়

রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার মোবারকবাদ

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রোববার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে মাহে রমজান। এ উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Advertisement

শনিবার (১ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

রমজান উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেছেন, সিয়াম সাধনা ও সংযমের মাস রমজান আমাদের মধ্যে সমাগত। পবিত্র এ মাসে আত্ম সংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে, সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্বসুযোগ হয়। সিয়াম ধোনি গরিব সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।

আরও পড়ুনদেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববাররোববার থেকে নতুন সূচিতে অফিসআমরা সব দলের কাছে সমান: প্রেস সচিব

তিনি আরও বলেন, আসুন পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা- বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং ইবাদত বন্দেগীতে মশগুল থাকি।

Advertisement

মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তৌফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি। মহান আল্লাহতালা আমাদের সকলকে ক্ষমা হেফাজত করুন, আমিন।

এমইউ/এমএএইচ/এমএস