বাংলাদেশ প্রিমিয়ার লিগের মধ্যবর্তী দলবদল শেষ হয়েছে শুক্রবার। প্রথম পর্বের খেলার পর ১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল ট্রান্সফার উইন্ডো। শুক্রবার খেলোয়াড় নিবন্ধনের শেষ মুহূর্তে রাত ১২টার আগে দুই বিদেশি নিবন্ধন করিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী। ১০টি ক্লাব তাদের খেলোয়াড় তালিকা বাফুফেতে জমা দিয়েছে। মোহামেডান ও বসুন্ধরা কিংস বিদেশি নিবন্ধন করিয়েছে।
Advertisement
প্রথম পর্ব শেষে তৃতীয় স্থানে থাকা কিংস দ্বিতীয় পর্বের জন্য আনছে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানোকে। ৩২ বছর বয়সী এই ফুটবলার ২০১০ সালে লিভারপুলের অনূর্ধ্ব-১৮ এবং ২০১১ সালে রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছিলেন। এরপর সংযুক্ত আর আমিরাত, সুইজারল্যান্ড, রাশিয়া, ফিনল্যান্ড ঘুরে সর্বশেষ খেলেছেন চীনের চংকিং টংলিয়াংলংয়ে। এক যুগের সিনিয়র টিম ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯টি দলের হয়ে ২৪৩ ম্যাচে ৬০ গোল করেছেন লেসকানো।
কিংসে নিবন্ধিত হওয়া নতুন অন্য দুই খেলোয়াড় ব্রাজিলিয়ান সেন্টারব্যাক দাসিয়েল সান্তোস ও ঘানার ফরোয়ার্ড ইভান্স ইট্টি। তিন নতুন বিদেশির সঙ্গে রক্ষণ আগলে রাখার জন্য আসরোর গফুরভকেও ফিরিয়ে আনছে ভ্যালেরিও তিতার দল। সাইফ স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংসে খেলার অভিজ্ঞতা রয়েছে উজবেকিস্তানের এই ডিফেন্ডারের।
লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব দ্বিতীয় লেগের জন্য শক্তি বাড়িয়েছে। মোহামেডানের নতুন মুখ পুলিশ এফসিতে খেলে যাওয়া ভেনেজুয়েলার ফরোয়ার্ড এডওয়ার্ড মরিও। তারা ছেড়ে দিয়েছে ঘানার আর্নেস্ট বোয়েটাংকে।
Advertisement
প্রথম পর্বে শতভাগ দেশি খেলোয়াড় নিয়ে চমক দেখানো আবাহনী দ্বিতীয় লেগের জন্য আনছে দুজন বিদেশি। যাদের মধ্যে আছেন ব্রাজিলের রাফায়েল সিলভা। তিনি ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত আবাহনীর হয়ে খেলেছেন। আক্রমণভাগের শক্তি বাড়াতে আবাহনী দলে নিয়েছে নাইজেরিয়ার ফরোয়ার্ড এমেকা ওগবাহকে।
১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে থাকা রহমতগঞ্জও এক বিদেশি নিবন্ধন করিয়েছে। গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কিংকে দেখা যাবে পুরান ঢাকার ক্লাবটিতে। টেবিলের তলানির চট্টগ্রাম আবাহনী মাঝমাঠের শক্তি বাড়াতে ২৭ বছর বয়সী প্যারাগুয়ের উইলসন মেদিনাকে নিবন্ধন করিয়েছে। পাশাপাশি ঘানার ডিফেন্ডার কফি জুনিয়রের নামও জমা দিয়েছে ক্লাবটি।
ফকিরেরপুল ইয়ংমেনস নিবন্ধন করেছে ফরাসি ফরোয়ার্ড মোহামেদ ফোফানা ও আইভরিকোস্টের ফরোয়ার্ড ইব্রাহিম আউত্তারাকে। পুলিশ এফসিতে আসছেন ব্রাজিলের দানিলো কুইপাপা। এই দুই ক্লাবের পাশাপাশি আক্রমণভাগ শক্তিশালী করেছে ব্রাদার্স ইউনিয়ন। ক্লাবটির সঙ্গে নিবন্ধন সেরেছেন গাম্বিয়ায় ফরোয়ার্ড ইদ্রিসা জালো ও নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফোন উদোহ।
তিন সপ্তাহ বিরতির পর গত ২১ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ শুরু হয়েছিল। কিন্তু এক রাউন্ড হয়েই লিগে প্রায় দেড় মাস বিরতি। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর পবিত্র ঈদুল ফিতর। এ দুই কারণেই মূলত লম্বা সময় মাঠে খেলা নেই। সে ক্ষেত্রে দ্বিতীয় লেগের খেলা পুনরায় শুরু হবে ১১ এপ্রিল।
Advertisement
আরআই/এমএমআর/এমএস