আন্তর্জাতিক

জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরকে ‌‘সম্পূর্ণ ব্যর্থতা’ বললো রাশিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাগবিতণ্ডার পর বিশ্বজুড়ে আলোচনা চলছে। এবার জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরকে সম্পূর্ণ ব্যর্থতা বলে আখ্যায়িত করেছে রাশিয়া।

Advertisement

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, ২৮ ফেব্রুয়ারি জেলেনস্কির ওয়াশিংটন সফর কিয়েভ সরকারের সম্পূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক ব্যর্থতা।

আরও পড়ুন>

জনসম্মুখে উত্তপ্ত তর্কে জড়ালেন ট্রাম্প-জেলেনস্কি, হয়নি চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখনো পুনরুদ্ধার সম্ভব: জেলেনস্কি

জাখারোভা বলেন, ওয়াশিংটনে থাকাকালীন নোংরা আচরণের মাধ্যমে জেলেনস্কি নিশ্চিত করেছেন যে তিনি একজন দায়িত্বজ্ঞানহীন যুদ্ধবাজ হিসেবে বিশ্ব সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় হুমকি।

Advertisement

জেলেনস্কিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আচ্ছন্ন বলে অভিযুক্ত করে জাখারোভা আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক লক্ষ্য অপরিবর্তিত।

মূলত রাশিয়ার সঙ্গে যুদ্ধ বিরতি প্রসঙ্গে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন ভলোদিমির জেলেনস্কি। এ ঘটনার পরই প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি সমর্থন দিয়েছেন ইউরোপের শীর্ষ নেতারা।

ওভাল অফিসে নজিরবিহীন ঘটনার পর ইউরোপের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্মতা ঘোষণা করে পোস্ট করেছেন।

সূত্র: এএফপি

Advertisement

এমএসএম