জাতীয়

পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় ৩০০ রাউন্ড গুলি উদ্ধার

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ।

Advertisement

শনিবার (১ মার্চ) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

শুক্রবার রাতে পল্লবীর বাউনিয়া বেড়িবাধ রোডের একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুনসীমান্তে ভারতীয়রা আইন না মানলে আরও কঠোর হবে বিজিবিরমজানে চলবে অলআউট অ্যাকশন, অপরাধীদের জন্য আতঙ্ক হতে চাই

পল্লবী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পল্লবী থানার মিরপুর- ১১ নম্বরের ই-ব্লকের বাউনিয়া বেড়িবাধ রোডের একটি ১৪তলা ভবনের পাশে বালুর স্তুপের ওপর চায়নিজ রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখান থেকে ৩০০ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

Advertisement

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এমআরএম/জেআইএম