অর্থনীতি

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স

মন্দা কাটিয়ে দেশের শেয়ারবাজারে প্রাণ ফেরার ইঙ্গিত মিলছে। গত এক সপ্তাহে শেয়ারবাজারে মূল্যসূচক বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের গতি। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এমন বাজারেও উল্টো পথে হেঁটেছে বেশ কিছু প্রতিষ্ঠান। দাম বাড়ার বদলে সপ্তাহের ব্যবধানে এসব প্রতিষ্ঠানের স্থান হয়েছে দাম কমার তালিকায়। গত সপ্তাহে দাম কমার তালিকায় নেতৃত্ব দিয়েছে বিমা খাতের প্রতিষ্ঠান সানলাইফ ইন্স্যুরেন্স।

Advertisement

গত সপ্তাহে বিনিয়োগকারীদের বড় অংশই কোম্পানিটির শেয়ার কিনতে খুব একটা আগ্রহী হয়নি। ফলে সপ্তাহজুড়েই কোম্পানিটির শেয়ার দাম কমেছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে এই জীবন বিমা কোম্পানি।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১০৮টির। আর ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪৬ দশমিক ৯৩ পয়েন্ট।

এমন বাজারে সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দাম সপ্তাহের ব্যবধানে কমেছে ৯ দশমিক ৫৫ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৭ টাকা ২০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৬৮ টাকা ২০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৭৫ টাকা ৪০ পয়সা।

Advertisement

কোম্পানিট সর্বশেষ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০২১ ও ২০২২ সালে কোনো লভ্যাংশ দেয়নি। তবে ২০২০ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির লভ্যাংশের ইতিহাস ভালো না।

২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির শেয়ার সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৬৯০টি। এর মধ্যে ৩৫ দশমিক ৬৬ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫২ দশমিক শূন্য ১ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৩৩ শতাংশ শেয়ার আছে।

সানলাইফের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল মিডল্যান্ড ব্যাংক। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৮ দশমিক ২৬ শতাংশ। ৮ দশমিক শূন্য ৬ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে হামি ইন্ডাস্ট্রিজ।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- শার্প ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ৫০ শতাংশ, নিউ লাইন ক্লোথিংয়ের ৫ দশমিক ৯৮ শতাংশ, কেয়া কসমেটিকসের ৫ দশমিক ৭৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫ দশমিক ৫৬ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৫ দশমিক ৩১ শতাংশ, গ্রামীণফোনের ৫ দশমিক শূন্য ৬ শতাংশ এবং ওয়েস্টার্ণ মেরিন শিপয়ার্ডের ৪ দশমিক ৮১ শতাংশ দাম কমেছে।

Advertisement

এমএএস/এমআইএইচএস