ভারতের এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত। নিশ্চিত নিউজিল্যান্ডেরও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের গ্রুপপর্বের শেষ ম্যাচটি বলতে গেলে নিয়মরক্ষার।
Advertisement
ফলে এই ম্যাচে একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা আছে দুই দলেরই। এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। ওয়ানডে ক্রিকেটে ক্যাপ্টেন্সির হাতেখড়ি হতে পারে শুভমান গিলের।
রোহিত শর্মা পাকিস্তান ম্যাচের শুরুর দিকেই ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে হালকা চোট পেয়েছেন বলে খবর। তাকে মাঠ ছাড়ার সময় বেশ অস্বস্তিতে দেখায়।
নিউজিল্যান্ড ম্যাচের আগে দলের প্র্যাকটিস সেশনে হাজির থাকলেও রোহিত পুরোদস্তুর নেটে ব্যাটিং করেননি। সেই কারণেই তার শতভাগ ফিটনেস নিয়ে সংশয় দানা বাঁধে।
Advertisement
তবে রোহিতকে বিশ্রামে রাখা হলে তার জায়গায় ওপেন করবেন কে, সেই বিষয়ে সংশয় দেখা দিতে পারে। এক্ষেত্রে লোকেশ রাহুলকে সামনে এগিয়ে দিতে পারে টিম ম্যানেজমেন্ট। কেননা লোকেশ রাহুলের টপ অর্ডারে ব্যাট করার বিস্তর অভিজ্ঞতা রয়েছে।
আর রোহিতের জায়গায় ভারত মাঠে নামাতে পারে রিশাভ পান্তকে। তাকে নেটে বিস্তর ঘাম ঝরাতে দেখা গেছে। পান্তকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মিডল অর্ডারে খেলাতে পারে টিম ইন্ডিয়া। তিনি উইকেটকিপিংও করতে পারেন।
ভারতীয় দল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ লিগ ম্যাচ থেকে সরিয়ে রাখতে পারে মোহাম্মদ শামি এবং কুলদীপ যাদবকেও। সেক্ষেত্রে শামির বদলে মাঠে নামার সুযোগ পেয়ে যেতে পারেন আর্শদীপ সিং এবং কুলদীপের জায়গায় বরুণ চক্রবর্তী।
এমএমআর/জিকেএস
Advertisement