বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
Advertisement
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১২ মিনিটে তিনি অনুষ্ঠানস্থলে আসেন। এসময় মঞ্চে তার নাম ঘোষণা করা হয়।
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় নাগরিক কমিটির একটি সূত্র জানিয়েছে, আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন জুলাই আন্দোলনে শহীদ পরিবার।
এদিকে নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন কর্মী-সমর্থকরা।
Advertisement
এনএস/এএমএ/এএসএম