পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
Advertisement
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সেখানের পুলিশ কর্মকর্তা (ডিপিও) আব্দুল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমার নামাজের পরই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাই বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের আগে এটি ছিল শেষ জুমার নামাজ। তাই বেশি মানুষের উপস্থিতি ছিল। মসজিদটি একটি মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থিত। মাদ্রাসার শিক্ষার্থীদের আজই ছুটিতে যাওয়ার কথা ছিল।
Advertisement
ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারী কর্মীরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছ। তাছাড়া পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।
ডনের কেপি ব্যুরো প্রধান আলী আকবর জানিয়েছেন, নওশেরায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
সূত্র: ডন, জিও নিউজ
এমএসএম
Advertisement