দেশজুড়ে

দুই ভাইয়ের মারামারি ঠেকাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

প্রতিবেশী দুই মারামারি ঠেকাতে গিয়ে ঝিনাইদহের শৈলকূপায় ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম শফিকুল ইসলাম ওরফে সুফি শেখ (৩৫)। তিনি ৮ নম্বর ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামের নবাব আলীর ছেলে। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

Advertisement

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বন্দেখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইদ্রিস আলী ওরফে ইদু জোয়ার্দ্দার নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মোবারক জোয়ার্দ্দারের দুই ছেলে ইদ্রিস আলী জোয়ার্দ্দার ও সাকেন আলী জোয়ার্দ্দারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে ইদ্রিস আলী ওরফে ইদু জোয়ার্দ্দার দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে তার ভাই সাকেন আলীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। এসময় সাকেন আলীর প্রতিবেশীরা মারামারি থামাতে এগিয়ে গেলে ইদু জোয়ার্দ্দারের লোকজন হামলা চালায়। হামলার সময় প্রতিবেশী শফিকুল ইসলাম ওরফে সুফি শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন ইদ্রিস আলী জোয়ার্দ্দার।

এসময় স্থানীয়রা শফিকুল ইসলাম ওরফে সুফি শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলাম সুফি শেখ মারা যান।

Advertisement

নিহত শফিকুল ইসলামের স্ত্রী লিখা খাতুন বলেন, আমার স্বামী সাধারণ মানুষ। গরু কেনাবেচার ব্যবসা করতেন। প্রতিবেশী দুই ভাইয়ের মারামারি ঠেকাতে গেলে ইদু জোয়ার্দ্দার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এ ঘটনায় ঘাতক ইদু জোয়ার্দ্দারকে আটক করা হয়েছে। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আরএইচ/এএসএম

Advertisement