সংস্কার না হওয়া পর্যন্ত ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের নিবন্ধন ও পরিচালনা লাইসেন্স দেওয়ার কার্যক্রম স্থগিতের দাবি জানিয়েছে পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
Advertisement
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে অবস্থান কর্মসূচি পালন করে এ দাবি জানায় টোয়াব। এ সময় একই দাবিতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবেরের কাছে স্মারকলিপি দেয় টোয়াব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পর্যটনশিল্পে বিদ্যমান ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের নিবন্ধন ও পরিচালনা করার নিমিত্ত ২০২১ সালে ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালন) আইন প্রণীত হয়েছে। এ আইনের আলোকে ২০২৪ সালের ২৮ মার্চ বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা ২০২৪ প্রণীত হয়েছে। বিধিমালা প্রকাশ হওয়ার পর দেখা যায় ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) লাইসেন্স আবেদনের ক্ষেত্রে ৫০ হাজার টাকা, নিবন্ধন সনদ ফি ১০ টাকা ব্যাংক স্থিতির সার্টিফিকেট ও ৩ লাখ টাকা জামানত প্ৰদান করতে হবে যা অনেক বেশি হওয়ার কারণে ট্যুর অপরেটরদের জন্য সম্ভবপর হবে না। একই মন্ত্রণালয়ের আওতাধীন অন্য লাইসেন্সের ক্ষেত্রে এই শর্তগুলো বিদ্যমান নয়।
অবস্থান কর্মসূচি চলাকালে টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, আমি নির্বাচিত টোয়াব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আসার পর টোয়াবের বোর্ডের সদস্যরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর বিভিন্ন সময়ে ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইনের বিধিমালায় উল্লিখিত জামানত বাতিল, বাস্তবতা বিবর্জিত ও অসামঞ্জস্য ধারা এবং বিভিন্ন অসংগতি দূরীকরণের জন্য কয়েকবার সাক্ষাৎ করে এ ব্যাপারে লিখিত ও মৌখিকভাবে বিনীত অনুরোধ করেছি। এছাড়াও কয়েকটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু গত ২২ জানুয়ারি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক ট্যুর অপারেটর ও ট্যুর গাইড নিবন্ধন ও নিবন্ধন সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম শুরু করার চিঠি প্রদান করে। বিধিমালায় উল্লিখিত শর্তাবলী বহাল রেখেই ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) লাইসেন্স প্রদান কার্যক্রম শুরু হয়ে গেছে যা ট্যুর অপারেটরদের জন্য হতাশার। তাই সংস্কার না হওয়া পর্যন্ত ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের নিবন্ধন ও পরিচালনা লাইসেন্স প্রদান কার্যক্রম স্থগিত রাখতে হবে।
Advertisement
এমএমএ/এসএনআর