ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি যুবককে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
Advertisement
উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। বিএসএফের নির্যাতনের শিকার বিল্লাল সানা খুলনা পাইগাছার খড়িয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদ সানার ছেলে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতের স্ত্রী জহুরা খাতুন জানান, পাঁচ বছর ধরে কলকাতার মধ্যম গ্রামে শ্রমিক হিসেবে কাজ করতেন বিল্লাল। বুধবার দুপুরে বাংলাদেশে আসার উদ্দেশ্যে তারা ৭-৮ জন একসঙ্গে বের হন। পরে রাতে বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়ে যান বিল্লাল। এসময় বিল্লালের ওপর নির্যাতন শুরু করেন বিএসএফ সদস্যরা। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে তাকে ফেলে যায়। পরে খবর পেয়ে বিকেলে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যান তার স্বজনরা।
Advertisement
মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত বলেন, সকালে বিল্লাল নামে একজনকে বিজিবির সদস্যরা হাসপাতালে ভর্তি করেন। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেছি।
মহেশপুর ৫৮-বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্ত টহলের সময় গুরুত্বর আহত অবস্থায় বিল্লাল সানা নামের যুবককে উদ্ধার করেন বিজিবি সদস্যরা। পরে তাকে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শাহজাহান নবীন/জেডএইচ/জিকেএস
Advertisement