এই বসন্তে স্বর্গ এসেছে নেমে
Advertisement
আকাশটা আজ খুব উদামকালো-মেঘ নেইতুমি আমি ছাড়া আর নেই কেউ,আছে শুধু ভালোবাসা আর নীল ঢেউ।
চারিদিকে প্রজাপতি, বাসন্তী রং সবুজগুলো খাটো-খাটোঠিক যেন তোমারই আঁচল,দিঘি নদীতে পানি টলমল।
হাত দুটো তোমার ছোঁয়া কৃষ্ণচূড়ারফাগুনের হাওয়া পাল্টা-হাওয়ায়,ঘ্রাণ ওড়ে—তুমি ঘেমেএই বসন্তে স্বর্গ এসেছে নেমে।
Advertisement
****
অন্তহীন উন্মত্ততা
সমুদ্রঢেউয়ের উন্মত্ততা দেখি সৈকতের বালুচরে প্রেমের সঙ্গে প্রেম, হৃদয়ে হৃদয়ে।
আমি যেখানে দাঁড়িয়ে তুমিও সেখানেঢেউয়ের সঙ্গে ঢেউ অন্তহীন খেলা করে–ঢেউ আর আলো সেয়ানে সেয়ানে
Advertisement
সূর্যসোনায় ঢেকে যায় সমস্ত ঢেউ তুমি আর আমি ছাড়া আর নেই কেউসমুদ্রঢেউয়ের উন্মত্ততা দেখি সৈকতের বালুচরেএখন শুধু দেখেই যাই, কথা বলি পরে।
এসইউ/এমএস