অতৃপ্ত আত্মা
Advertisement
অতৃপ্ত কয়েকটি আত্মা চারপাশে ঘুরেজীবন দুঃখবোধের নদীতে ভাসিয়ে দিতে চায়তীরে দাঁড়িয়ে আনন্দে মাততে চায়তুমি তখন আত্মাদের নিয়মের বেড়াজালে বন্দি করোআমি ভালোবাসা নিয়ে তোমার বুকে মস্ত বাড়ি করিতুমি সেই বাড়িতে রোজ সংসার পাতো।
কয়েকটি হিংস্র মানবদল রোজ হানা দেয়তীব্র আঘাত দিয়ে আনন্দ লুটতে চায়আঘাতে নীল বর্ণ এলে অট্টহাসিতে মেতে ওঠেতুমি তখন মানবদলকে চোখে চোখে রাখোআমি হাসতে হাসতে তোমার মায়ায় থাকিতুমি সুখের ভেলায় আমায় নিয়ে যেথায় ইচ্ছে ভেসে বেড়াও।
****
Advertisement
প্রতিমুহূর্ত
আজও আমি সেই দিনকে মনে রাখি প্রতিমুহূর্তযারা হৃদয়ে আতঙ্ক দিয়ে ঝড় এনেছিলচোখেমুখে সেই অশ্রুপাতে আজও অমাবস্যা নামেতীব্র আঁধারে আজও ডুবে যাইপ্রতিদিন চাঁদ হয়ে তুমি আলো দিতে মরিয়া হয়ে ওঠোতখনই জীবন রাস্তার পথ সেই আলোতে হেঁটে যাই।
আজও আমি সেই মুখগুলো মনে রাখি প্রতিদিনযারা হায়েনা রূপে আমার দুয়ারে এসেছিলকথার হিংস্রতায় আমার বুকে ক্ষত করেছিলআঘাতের সাজসজ্জায় ঘরদোর সাজিয়েছিলদুঃখের ভারে আজও নুয়ে পড়িতুমি হাত দুটো শক্ত করে রাখোতখনই জীবনের এই রাস্তায় দ্বিধাহীন আমি হেঁটে যাই।
****
Advertisement
আমার গন্তব্য
আমি আর সেই মানুষদের ভিড়ে যেতে চাই নাযারা আমাকে দুঃখ দিয়ে উল্লাসে ফেটে পড়েযারা আমার জন্যই প্রকাশ্যে নীল নকশা তৈরি করেআমি তোমার চোখে ভালোবাসার দাবি নিয়ে বলতে চাই;এই এভারেস্ট জয় করার মতো সাহস আমার নেই।
এভারেস্ট কখনো সবার গন্তব্য হতে পারে নামাটির মতো মানুষদের জয় করাই আমার গন্তব্য।
এসইউ/এএসএম