সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আসুন আমরা নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি না করে এক থাকি। দেশ ও জাতি যেন একসঙ্গে থাকতে পারি সেদিকে কাজ করতে হবে আমাদের।
Advertisement
তিনি বলেন, যদি ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, তাহলে এই দেশ এবং জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজ বলে দিলাম, না হলে আপনারা বলবেন আমি সতর্ক করিনি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ‘পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী শহীদ অফিসারদের স্মরণে’ এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন আমি সতর্ক করিনি। আপনারা যদি ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি-কাটাকাটি করেন, তাহলে এই দেশ এবং জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজ বলে দিলাম, না হলে আপনারা বলবেন আমি সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি।
Advertisement
আরও পড়ুন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বললেন সেনাপ্রধান আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে একগুচ্ছ সিদ্ধান্ততিনি বলেন, আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা-চেতনার বিরোধ থাকতে পারে কিন্তু দিনশেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। তাহলেই দেশ উন্নত হবে, দেশটা সঠিক পথে পরিচালিত হবে। বিশ্বাস করেন না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়তে যাবো। ওদিকে আমরা যেতে চাই না।
সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না উল্লেখ করে সেনাপ্রধান বলেন, একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি- সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারও কারও। কি কারণে এই বিদ্বেষ আমি আজ পর্যন্ত এটা খুঁজে পাইনি। সেনাবাহিনী এখনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনী কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের সাহায্য করুন আমাদের আক্রমণ করবেন না। আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের উপদেশ দিন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করবো। আমরা একসঙ্গে থাকতে চাই দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
Advertisement
সেনাবাহিনী প্রধান আরও বলেন, আজ দেশের এই ক্রান্তিলগ্নে সব বাহিনী, সব অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে, শুধু সেনাবাহিনী টিকে আছে। টিকে থাকার কারণ ডিসিপ্লিন। তারপরও আমার অফিসারকে আদেশ দিয়েছি, কারও বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে এমন অপরাধী সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে। এটা আমার ঢালাও নির্দেশ। সেই হিসেবে আমার কাছে প্রস্তাব এসেছে। কোনো কোনো প্রস্তাবে আমি নিজে থেকে যোগ করে বেশি দিয়েছি। ন্যায়-নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকবো।
নিজের অন্য কোনো আকাঙ্ক্ষা নেই উল্লেখ করে তিনি বলেন, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসবো। লাস্ট সেভেন মান্থথ আই হ্যাভ আনাফ।
টিটি/এমআইএইচএস