দেশের নয়টি অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
Advertisement
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আজ দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন
Advertisement
আবহাওয়া অফিস বলছে, রোববার দেশের সব বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জাগো নিউজকে বলেন, রংপুরে বৃষ্টি শুরু হয়েছে। আজ ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যার পর বৃষ্টি কমে যাবে। আগামীকাল সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বাংলাদেশ বিমান বাহিনীর রাডার এবং জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেশের আট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে দিনের বিভিন্ন সময়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।
এমএমএআর/এমএস
Advertisement