শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আটজন।
Advertisement
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ১২টার দিকে শেরপুর পৌর শহরের শেরীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শহরের নাগপাড়া এলাকার সঞ্জিত চন্দ্র দাসের ছেলে গৌরব এবং বয়ড়া পরানপুর এলাকার রনি।
স্থানীয়রা জানান, শেরপুর শহর থেকে একটি সিলভার রঙের টয়োটা ব্র্যান্ডের নতুন নোহা মাইক্রোবাস ভিআইপি ইমার্জেন্সি হর্ন বাজিয়ে দ্রুতগতিতে অষ্টমীতলা এলাকার দিকে যাচ্ছিল। এসময় প্রথমে একটি ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দিয়ে রাস্তার পাশে আটকে যায়। এসময় ইজিবাইক দুটি ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহীসহ অন্তত আটজন আহত হন।
Advertisement
আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়ার পর মোটরসাইকেল আরোহী রনি ও গৌরবকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুভ নামের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।
শেরপুর জেলা হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মাধবী বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে মোট ছয়জনকে আনা হয়। এদের মধ্যে দুজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।
ইমরান হাসান রাব্বী/এসআর
Advertisement