সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে যে যার মতো করে এক ধরনের অবাধ স্বাধীনতা ভোগ করছেন। ফলে অনেকে আবার লাগামছাড়া কারো বিষয়ে মন্তব্য করে, কারো প্রসঙ্গে বেফাঁস কথা বলে বিভিন্ন সংকট সৃষ্টি করছেন। এ থেকে সাধারণ মানুষ হতে শুরু করে তারকারাও বাদ যাচ্ছে না।
Advertisement
বিশেষ করে শোবিজের তারকাদেরকে নেটিজেনরা কড়া নজর রাখেন! নেটিজেনদের কথা বলার অবাধ স্বাধীনতা দেখে চরম বিরক্ত বলিউড তারকা প্রীতি জিনতা। সোশ্যাল মিডিয়ায় তার চোখে খারাপ কিছু পড়লে নেটিজেনদের তিনি ছাড় দেন না।
What’s happening to people on social media? Everyone has become so cynical. If one talks about their first chat with an AI Bot then people presume it’s a paid promotion, if you appreciate ur PM then you are a bhakt & god forbid, if you are a proud Hindu or Indian then ur an…
— Preity G Zinta (@realpreityzinta) February 21, 2025আর নেটিজেনদের উপদেশ দেওয়ার জন্য প্রীতি হাতিয়ার হিসেবে বেছে নিলেন সামাজিক যোগাযোগমাধ্যমকেই। নেটিজেনদের কথাবার্তায় ক্ষেপে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। প্রীতি জিনতা লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কী হয়েছে? সবাই এত নিন্দুক হয়ে উঠেছেন কেনো? কেউ যদি একটি এআই বটের সঙ্গে প্রথম চ্যাট সম্পর্কে কথা বলে, তখন মানুষ ধরে নেয় যে এটি অর্থের বিনিময়ে প্রচার। কেউ যদি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তাহলে সে ভক্ত হয়ে যায়। হে ঈশ্বর! আর কেউ নিজেকে গর্বিত ভারতবাসী কিংবা গর্বিত হিন্দু বলে জাহির করলে তাকে আবার অন্ধ ভক্ত বলা হয়। মানুষ যে যেমন, তাকে তেমনভাবে নিতে অভ্যস্ত নই আমরা। আমাদের এবার একটু মাথা ঠান্ডা রেখে সবার সঙ্গে ভালোভাবে কথা বলার সময় এসেছে।’
Advertisement
সেই পোস্টে প্রীতি আরও লেখেন, ‘এবার দয়া করে কেউ আমাকে জিজ্ঞেস করবেন না যে, আমি কেনো জেনকে বিয়ে করলাম? আমি তাকে বিয়ে করেছি কারণ আমি তাকে ভালোবাসি। আর হ্যাঁ, পুরো দুনিয়ায় ও এমন একজন মানুষ যে আমার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে দ্বিধাবোধ করবে না। বুঝলেন?’ বিদেশি প্রেমিকের সঙ্গে ঘর বাঁধা নিয়েই সম্ভবত সম্প্রতি অভিনেত্রীকে কটাক্ষের শিকার হতে হয়েছিল। তার পোস্টে তেমন ইঙ্গিতই পাওয়া গেছে। তবে প্রীতির এ পোস্ট কিন্তু দারুণ হিট। মনের কথা তুলে ধরার জন্য অনেকেই সমর্থন জানিয়েছেন প্রীতিকে।
এমএমএফ/জেআইএম