ক্যাম্পাস

জাসপা’র সভাপতি ইরফান, সম্পাদক খালিদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অধ্যয়নরত শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের সংগঠন ‌‌‌জহুরুল হক হল সোসাইটি ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের (জাসপা) ২০২৪-২৫ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আবুল হাসানাত ইরফান। সাধারণ সম্পাদক হয়েছেন এইচ এম খালিদ হাসান।

Advertisement

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জাসপা’র সদ্য সাবেক সভাপতি সোহেল রানা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান সই করা এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন করা হয়।

কমিটির কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের ২০২০-২১ সেশনের মো. তৌফিকুজ্জামান এবং দপ্তর সম্পাদক হয়েছেন ২০২১-২২ সেশনের আব্দুর রহমান সৈকত।

নবনির্বাচিত সভাপতি আবুল হাসানাত ইরফান লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক এইচ এম খালিদ হাসান ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

Advertisement

এমএইচএ/এসআর