সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচ বছর বয়সী শিশুসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন।
Advertisement
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার দূর্গাপুর চালাবাজার এলাকার সোহাগ মণ্ডলের মালিকানাধীন দুই তলা ভাড়া বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মো. জাহাঙ্গীর (৪০), বিউটি বেগম (৩৫) ও তাদের মেয়ে তানহা (০৫)। জাহাঙ্গীর একটি ওষুধ কারখানায় ও তার স্ত্রী বিউটি একটি চামড়াজাত পণ্য কারখানায় চাকরি করেন। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করতো পরিবারটি। সকালে চুলা জ্বালাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। সিলিন্ডারে লিকেজ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের। পরে দগ্ধদের প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
Advertisement
গত ১৪ ফেব্রুয়ারি আশুলিয়ার গুমাইল এলাকায় রান্নার সময় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়, বাকিরা এখনও চিকিৎসাধীন আছেন।
মাহফুজুর রহমান নিপু/এফএ/এমএস