ঢাকা সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- বিউটি আক্তার (২৮), মো. জাহাঙ্গীর (৩২) ও শিশু তোহা (৫)।
Advertisement
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একে একে পাঁচজনই মারা গেলেনগাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ৩জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন রহমান জানান, আশুলিয়া দগ্ধ শিশুসহ তিনজন এসেছে। বিউটির ৩৩ শতাংশ, জাহাঙ্গীরের ৯১ শতাংশ ও শিশু তোহার শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।
তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান ডা. শাওন বিন রহমান।
Advertisement
স্থানীয়রা জানান, এলপি গ্যাস ব্যবহার করতেন ওই পরিবারটি। সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলেই এ দুর্ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের।
এমআরএম/জেআইএম