রাজধানীর গুলিস্তান এলাকায় বঙ্গভবনের সামনের সড়কে বিকল্প পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. রাজিব হাওলাদার (৩৫) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু হয়েছে।
Advertisement
রাজিব সবুজবাগের বাসাবো মাদারটেক সরকার পাড়া এলাকার মো. শামসুদ্দিনের ছেলে। পেশায় অটোরিকশাচালক।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।
রাজিব হাওলাদারকে নিয়ে আসা পথচারী মো. সোহেল জানান, বঙ্গভবন সামনে রিকশা চালিয়ে যাওয়ার সময় বিকল্প পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-১১-৭৪০৪) সজোরে ধাক্কায় দেয়। এতে রাজিব গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Advertisement
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/জেআইএম