শিক্ষার্থীরা এখন সোশ্যাল মিডিয়ামুখী। তাতে সমস্যা নেই। তবে শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেই সমাজ বদলাবে না। বাস্তব কর্মের মাধ্যমে পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
Advertisement
তিনি বলেন, শুধু নিজেদের ভবিষ্যৎ নয়, দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্বও শিক্ষার্থীদের নিতে হবে। শিক্ষার প্রকৃত মূল্যায়ন হয় তখনই, যখন তা সমাজ ও দেশের উন্নয়নে কাজে লাগে। শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেই সমাজ বদলাবে না, বরং বাস্তব কর্মের মাধ্যমে পরিবর্তন আনতে হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় সেনাপ্রাঙ্গণে ইউনিভার্সিটি অব স্কলার্সের প্রথম সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দুই হাজারেরও বেশি শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এছাড়া কৃতিত্বপূর্ণ ফল করায় ৩৫ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়।
গ্র্যাজুয়েটদের উদ্দেশে উপদেষ্টা রিজওয়ানা বলেন, আপনাদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশ। তাই নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।
Advertisement
আরও পড়ুন
শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক ও নেতা হয়ে উঠতে হবে বৈষম্য-দারিদ্র্য দূর করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: গণশিক্ষা উপদেষ্টাতিনি বলেন, সুন্দর ভবিষ্যতের জন্য পরিবেশের সুরক্ষা করতে হবে। পরিবেশের সুরক্ষা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। উন্নয়ন এমনভাবে করতে হবে যেন প্রকৃতির ওপর অতিরিক্ত চাপ না পড়ে। প্রকৃতিকে পরাজিত করা যায় না, বরং তার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন গড়ে তুলতে হয়। পরিবর্তিত বিশ্বে আমাদের জীবনযাত্রাকে টেকসই করতে হবে।
সিস্টেমকে কার্যকর করার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, আমাদের দায়িত্ব শুধু নিজেকে নিয়ে ভাবা নয়, সমাজ ও দেশকেও নিয়ে ভাবতে হবে। সেবাপ্রাপ্তি সহজ করতে হবে, যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়। এখন সময় এসেছে দেশের জন্য কাজ করার, সমাজের জন্য অবদান রাখার। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
সামাজিক পরিবর্তন প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, আমরা প্রায়ই অন্যের ওপর দোষ চাপাই। কিন্তু নিজেরা বদলাতে চাই না। সরকার একা পরিবর্তন আনতে পারবে না, আমাদের প্রত্যেককেই পরিবর্তনের অংশ হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলেই একটি সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়া সম্ভব।
Advertisement
সমাবর্তনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, ইউনিভার্সিটি অব স্কলারসের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল (অব.) ফরিদ হাবিব, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এনামুল বশির। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী।
এএএইচ/ইএ