বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্বে ৯ ম্যাচের মধ্যে ৮টিই জিতেছিলো ঢাকা মোহামেডান। শীর্ষে থেকেই প্রথম পর্ব শেষ করেছিলো তারা। দ্বিতীয পর্বও শুরু করলো তারা সহজ জয়ে। ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে।
Advertisement
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার দশম রাউন্ডের খেলায় মোহামেডানের হয়ে গোল করেন মোজাফফর মোজাফফরভ, রাহিম উদ্দিন এবং সোলেমান দিয়াবাতে।
এই জয়ে শীর্ষেই থাকলো মোহামেডান। ১০ ম্যাচে ৯ম জয়ে মোহামেডানের পয়েন্ট ২৭। এক ম্যাচ কম খেলে আবাহনীর পয়েন্ট ২০। চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেলো সাদা-কালো শিবির।
কুমিল্লায় অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকে গোল মিসের মহড়া মোহামেডানের। অবশেষে ৩৮তম মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। দারুণ এক ফ্রি-কিকে ওয়ান্ডারার্সের জাল কাঁপান মোজাফফরভ। দ্বিতীয় গোলের দেখা পেতে পেতে সময় লাগে ৮১ মিনিট পর্যন্ত।
Advertisement
৮১তম মিনিটে দ্বিতীয় গোল করেন বদলি মিডফিল্ডার রাহিম উদ্দিন। এর আট মিনিট পর (৮৯তম মিনিটে) সোলেমান দিয়াবাতে করেন তৃতীয় গোল।
১০ রাউন্ডের অন্য ম্যাচে ময়মনসিংহে ১-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে পুলিশ এফসিকে। গোল করেন দানিলো কুইপাপার। জামাল ভূঁইয়া খেলতে পারেননি এই ম্যাচে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জকে ৩-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। হেরে যাওয়া রহমতগঞ্জ ও ব্রাদার্সের পয়েন্ট ১৫ করে।
আইএইচএস/
Advertisement