দেশজুড়ে

পাঠের ঘর পেলো শেকৃবি এলাকার ৮৫ অসহায় শিক্ষার্থী

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এলাকায় অসহায় শিক্ষার্থীদের পাঠদানের জন্য একটি ঘর নির্মাণ করে দিয়েছেন প্রবাসী দম্পতি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সে ঘর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ।

Advertisement

এসময় অস্ট্রেলিয়া প্রবাসী কৃষিবিদ ও কম্পিউটার প্রোগ্রামার এনামুল ভুঁইয়া মুকুল ও তার সহধর্মিণী ক্যানবেরার লিটিল কেয়ার চ্যারিটির চেয়ারপার্সন ড. নাহিদা ভুঁইয়া উপস্থিত ছিলেন।

এনামুল ভুঁইয়া মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসাইন, প্রক্টর প্রফেসর ড. মো. আরফান আলী, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সারোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারের ৭৯ ব্যাচের শিক্ষার্থী আলোকিত মানুষ সংগঠনের সভাপতি তাজিজুল ইসলাম তুহিন ও সাধারণ সম্পাদক জুলফিকার আলী বক্তব্য রাখেন।

আলোকিত মানুষ সংগঠনের সভাপতি তাজিজুল ইসলাম তুহিন জানান, ২০১৮ সালে নজরুল হলের টিভি রুমে তিনজন ছাত্রকে নিয়ে স্কুলের কার্যক্রম শুরু হয়েছিল। এখন শিক্ষার্থীর সংখ্যা ৮৫ জন শিক্ষার্থী। এরমধ্যে মেয়ে ৫০ জন। প্রতি বৃহস্পতি ও শুক্রবার সপ্তাহে এ দুইদিন দুপুর তিনটা থেকে ৫টা পর্যন্ত পড়ানো হয় এসব শিক্ষার্থীকে।

Advertisement

তিনি জানান, শিশু থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রী আমাদের স্কুলে রয়েছে। তারা সবাই আশপাশের বিভিন্ন স্কুলে পড়ে। কিন্তু তাদের টিউশনি করার মতো আর্থিক অবস্থা নেই। নজরুল হলে পরে কৃষি ফ্যাকাল্টির মাঝে পুরাতন শহীদ মিনারের সামনে তাদের পড়ানো হতো। তখন প্যাথলজি বিভাগের প্রফেসর ড. মো রফিকুল ইসলাম স্যারসহ অনেকেই সহযোগিতা করেছেন। তাদের পড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থী সহযোগিতা করেন।

আরএইচ/এএসএম