একুশ মানে রক্তেভেজা তাজা প্রাণ,ভাষার জন্য সাহসী ভাইয়ের আত্মদান।একুশ হলো ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগান,১৪৪ ধারা ভাঙা কঠোর-মহৎ আন্দোলন। একুশ মানে শত্রুতে তেজোদ্দীপ্ত বুক পাতা,এ মোদের মুক্তির সনদ, অনুপ্রেরণার ছয় দফা।একুশ মানে ঊনসত্তরের রক্তমাখা গণঅভ্যুত্থান,যে চেতনার ফোটা পুষ্প সত্তরের বিজয় নির্বাচন।একুশ হলো একাত্তরে লক্ষ প্রাণে বিজয়ীর বেশ,এ যেন বুদ্বুদ ওঠা রক্তার্জিত স্বাধীন বাংলাদেশ।একুশ মানে মায়ের কোলের নিষ্পাপ শিশুর বুলি,অ-আ-ক-খ মিষ্টি মধুর রক্ত জবার লাল ঝুলি।একুশ মানে ‘আ-মরি বাংলা ভাষা’, ‘মায়ের ভাষা’,যে ভাষায় এক হয় বাংলার কামার-কুমার-চাষা।একুশ ঠোঁটের কিনারায় কোটি কথার স্বাধীনতা,শত গানে, কুহুতানে-মধুর তানে মাতৃভাষায় কথা। একুশ মানে সালাম রফিক বরকতদের শপথ,রাখতে মায়ের মান, রক্তে লাল করেছে রাজপথ।একুশ মোদের চির চেতনা, শত চেতনার বাতিঘর,একুশ পেয়েছি, স্বাধীন হয়েছি, প্রিয় একুশ চেতনার।
Advertisement
এসইউ/জিকেএস