সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে দলের দুই নেতার সব পদ স্থগিত ও একজনকে শোকজ করা হয়েছে।
Advertisement
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা পৃথক পত্রে এ তথ্য জানানো হয়।
ওই পত্রে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সাবেক আহ্বায়ক হাবিল উদ্দিন মণ্ডল ও তার ছোট ভাই উপজেলা শ্রমিক দলের সদস্য মানিক মণ্ডল দলের শৃঙ্খলা পরিপন্থি কাজ করেছেন। এজন্য প্রাথমিক সদস্য পদসহ দলে থাকা তাদের সব পদ স্থগিত করা হলো। একই কাজে সহযোগিতা করার অভিযোগে উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির শ্রমবিষয়ক সম্পাদক শওকত আলীকে শোকজ করে আগামী তিনদিনের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এম এ মালেক, সিরাজগঞ্জ/জেডএইচ/জিকেএস
Advertisement