খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
Advertisement
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ উদ্বেগ জানান অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
উপাচার্য বলেন, সহিংসতা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি উপাচার্যের ওপর হামলাসহ কুয়েটের সাম্প্রতিক সময়ের ঘটনার নিরপেক্ষ তদন্ত করা এবং তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি বলেন, আলোচনার মাধ্যমে বিবদমান বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের জন্য সবপক্ষেরই আন্তরিকভাবে কাজ করা উচিত। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
Advertisement
এমএইচএ/এমএএইচ/জিকেএস