ঢাকা ও চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়ার দাবিসহ ১৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ।
Advertisement
এসময় তারা ‘ঢাকা-থ’ নম্বরের গাড়ি মহানগরীতে চলাচলের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এছাড়াও ঢাকায় নতুন করে ১৫ হাজার, চট্টগ্রামে ১০ হাজার সিএনজিচালিত অটোরিকশা বরাদ্দ দেওয়া ও রাস্তায় ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধের দাবি জানানো হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করে সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। তারা জানান, দাবি মেনে না নেওয়া হলে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় ঘেরাও করা হবে। সমাবেশ শেষে সচিবালয়ে স্মারকলিপি জমা দেন তারা।
সমাবেশে সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. রুহুল আমিন মুন্সী বলেন, সড়ক পরিবহন আইন থেকে শ্রমিক স্বার্থবিরোধী সব ধারা বাতিল করতে হবে। মালিকদের জমা ৯০০ টাকার পরিবর্তে ৮০০ টাকা নির্ধারণ করতে হবে।
Advertisement
ঢাকা ‘মেট্রো-থ’ নম্বরের ৩ হাজার অটোরিকশাকে মহানগরে চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানান রুহুল আমিন মুন্সী। তিনি বলেন, ঢাকা শহরে অনেক অবৈধ সিএনজিচালিত অটোরিকশা চলছে। বিআরটিএ ও পুলিশ কর্মকর্তারা টাকা নিয়ে এসব অটোরিকশা চলাচলের ব্যবস্থা করে দিচ্ছে। এগুলো বন্ধ করতে হবে।
রাস্তায় ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধের দাবি জানিয়ে সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন দুলাল বলেন, আন্দোলন করেই দাবি আদায় করতে হবে। দাবি আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি।
সংগঠনের সদস্যসচিব আবদুল জব্বার মিয়া বলেন, দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, সেভাবে শ্রমিকদের আয় বাড়ছে না। শ্রমিকেরা সন্তানদের পড়াশোনা করাতে পারছে না, অসুস্থ মা-বাবার চিকিৎসাও করাতে পারছে না। রাস্তায় নামলে নানানভাবে হয়রানি করা হচ্ছে।
সমাবেশে সভাপতিত্ব করেন সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. রুহুল আমিন মুন্সী। সভা পরিচালনা করেন সদস্যসচিব মো. আবদুল জাব্বার মিয়া। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা এম এম ফয়েজ আহমেদ, সাখাওয়াত হোসেন দুলাল, খলিলুর রহমান, মোতালেব শরিফ, শাহ আলম, জুয়েল মালতিয়া, নূর মোরশেদ, মনির হোসেন, খোরশেদ আলম, আলমগীর হোসেন প্রমুখ।
Advertisement
এএএম/কেএসআর/জেআইএম