খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ফখর জামানের, দলে ঢুকলেন কে

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধরে লড়াইয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খেলো পাকিস্তান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন ওপেনার ফখর জামান। এবার জানা গেছে, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন বাঁহাতি পাক ব্যাটার। তার পরিবর্তে ইমাম-উল-হককে দলে যুক্ত করার অনুমোদন দিয়েছে আইসিসি।

Advertisement

ফখর চোট পান টুর্নামেন্টের দ্বিতীয় বলেই। শাহিন শাহ আফ্রিদির বলে উইল ইয়াংয়ের কাভার ড্রাইভ থামাতে গিয়েছিলেন তিনি। বল সংগ্রহ করার পরই অস্বস্তি বোধ করেন। মাঠেই তার চিকিৎসা করা হয়। তবে পরবর্তীতে মাঠই ছাড়তে হয় তাকে। দুই ঘণ্টারও বেশি সময় বাইরে ছিলেন তিনি।

চোটের কারণে ইনিংসও ওপেন করতে পারেননি ফখর। চারে ব্যাট করতে নামেন। ডাক্তার ও ফিজিও একাধিকবার তার কাছে যান ও ব্যাটিংয়ের সময় ব্যথানাশক ওষুধ নেন তিনি। ধুঁকতে ধুঁকতে ৪১ বলে ২৪ রান করে আউট হয়ে যান ফখর।

Representing Pakistan on the biggest stage is an honour and dream of every cricketer in this country. I have been privileged enough to represent Pakistan multiple times with pride. Unfortunately I’m now out of ICC Champions Trophy 2025 but surely Allah is the best planner.… pic.twitter.com/MQKmOI4rQU

Advertisement

— Fakhar Zaman (@FakharZamanLive) February 20, 2025

সাঈম আইয়ুবের অনুপস্থিতিতে দলে ডাক পেয়েছিলেন ফখর। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে পাকিস্তানকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। পাকিস্তান দলে এটি তার সবচেয়ে বড় অবদান।

ফখরের পরিবর্তে দলে আসা ইমাম অতটা আগ্রাসী ব্যাটার নন। ২০২৩ সালের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তবে ওপেনার হিসেবে তার রেকর্ড চমৎকার, ৭২ ওয়ানডে ম্যাচে ৪৮.২৭ গড়ে ৯টি সেঞ্চুরি আছে ইমামের।

প্রথম ম্যাচে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কায় পড়েছে পাকিস্তান। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে গেছে মোহাম্মদ রিজওয়ানের দল। আজ বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ভারত জিতে গেলে পাকিস্তানের পরবর্তী ম্যাচ হবে নকআউট। অর্থাৎ পরের ম্যাচে ভারতের কাছে হারলেই বাদ পড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান।

এমএইচ/জিকেএস

Advertisement