দেশজুড়ে

ইয়াবা সেবনের সময় হাতেনাতে ধরা হাবিপ্রবির উপপরিচালক

ইয়াবা সেবনের সময় গ্রেফতার হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপপরিচালক ইমতিয়াজ জুবায়ের সজীব (৩৬)। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা। তার সঙ্গে আরও তিনজনকে আটক করা হয়।

Advertisement

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে দিনাজপুর শহরের মির্জাপরু কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার অন্যরা হলেন দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার আব্দুল্লাহ আল ফারুক (৩৭), চারুবাবুর মোড় এলাকার আমিনুল রসুল শুভ (৪০) এবং বড় বন্দর এলাকার জাকির হোসেন (৩৬)।

গ্রেফতার ইমতিয়াজ জুবায়ের সজীব বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখায় কর্মরত।

Advertisement

পুলিশ জানায়, গ্যারেজের ভেতরে একটি গোপন কক্ষে কয়েকজন নিয়মিত মাদক সেবনের আড্ডা বসাতেন এ রকম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ইয়াবা সেবনকালে ওই চারজনকে হাতেনাতে আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের জামিন মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন।

এমদাদুল হক মিলন/জেডএইচ/জিকেএস

Advertisement