ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট মো. আল-মামুনকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। দায়িত্ব পালনের সময় ধাওয়া দিয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ ছিনতাইকারীকে আটক করায় তাকে পুরস্কৃত করা হলো।
Advertisement
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
এর আগে, গতকাল বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সে ট্রাফিকের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখার কাজের স্বীকৃতি হিসেবে আল-মামুনকে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।
আরও পড়ুন শহীদ দিবস: যান চলাচল বন্ধ থাকবে যেসব সড়কে বৈশ্বিক অভিজ্ঞতাসম্পন্ন এমডি পেলো মেট্রোরেলএসময় নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালনের পাশাপাশি সার্জেন্ট আল-মামুনের এমন কাজের ভূয়সী প্রশংসা করেন ডিএমপি কমিশনার। পাশাপাশি পুলিশ সদস্যদের জন্য তার এ কাজ অনুকরণীয় বলে উল্লেখ করেন তিনি।
Advertisement
গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর দয়াগঞ্জ মোড়ে যাত্রীবাহী বাসে ওঠার সময় এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন এক ছিনতাইকারী। এসময় ধাওয়া দিয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ কালাম নামের ওই ছিনতাইকারীকে আটক করেন ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের সার্জেন্ট মো. আল-মামুন।
কেআর/কেএসআর/জিকেএস