চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের উদ্বোধনী ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেলো বাংলাদেশ। দলের খাতায় ২ রান উঠতেই সাজঘরের পথ ধরলেন সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত।
Advertisement
দুবাইয়ে টস জিতে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ শামির করা প্রথম ওভারের শেষ বলে ইনসুইংয়ের মুখে ব্যাট পেতে দিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন সৌম্য (০)।
হর্ষিত রানার পরের ওভারে শর্ট কভারে কোহলিকে সহজ ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনিও রানের খাতা খুলতে পারেননি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩.৫ ওভারে ২ উইকেটে ১২ রান।
Advertisement
এমএমআর/জিকেএস