চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনা কতটা? সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আর হাবিবুল বাশার জাগো নিউজের সঙ্গে আলাপে খুব একটা আশাবাদী সংলাপ শোনাতে পারেননি। তাদের দুজনেরই মত, বাস্তবতার নিরিখে বিচার করলে বাংলাদেশের এবার সেমিতে খেলার সম্ভাবনা কম।
Advertisement
আশরাফুল-বাশার দুজনই বলছেন, বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। এই গ্রুপে বাকি তিন প্রতিপক্ষ-পাকিস্তান, ভারত আর নিউজিল্যান্ড। এখান থেকে উৎড়ে পরের ধাপে যাওয়া খুবই কঠিন হবে।
তবে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ওতটা নিরাশার কথা শোনাতে চান না। তার মতে, বাংলাদেশ ভালো করবে। আর পাকিস্তানকে হয়তো সহজেই হারাতে পারবে।
পাকিস্তানের মাটিতে খেলা। তবু পাকিস্তানের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন সুজন? সাবেক বিসিবি পরিচালক বললেন, ‘পাকিস্তান অবশ্যই ভালো দল। মেন্টালি তারা অনেক স্ট্রং। তবে সাম্প্রতিক পারফরম্যান্স আর দলের শক্তিমত্তার বিচারে বাংলাদেশ অপেক্ষাকৃত ভালো দল বলেই আমি মনে করি।’
Advertisement
কোন দিক দিয়ে ভালো? সুজন ব্যাখ্যা দিলেন এভাবে, ‘ওদের মিডল অর্ডারে অভিজ্ঞ বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান আছে। আমাদেরও কিন্তু মুশফিক-মাহমুদউল্লাহ আছে। ব্যাটিংয়ের দিক থেকে দেখলে আমরা সমানে সমান। বোলিংয়ে আমরা এগিয়ে। আমাদের বোলিং তুলনামূলক তাদের থেকে ভালো।’
তবে পাকিস্তানকে হারাতে হলে টপঅর্ডারকে ভালো করতে হবে, এমনটাই মনে করেন সুজন। টপঅর্ডারে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়রা জ্বলে উঠতে পারলে; পাকিস্তানকে হারানো কঠিন হবে না।
মেহেদী হাসান মিরাজকে এখন মাঝেমধ্যেই চার নম্বর ব্যাটিং পজিশনে চেষ্টা করা হচ্ছে। সাকিব আল হাসান না থাকায় মিরাজকে অলরাউন্ডার হিসেবে ওপরে খেলানো সমর্থন করেন কিনা?
সুজন তেমন সায় দিলেন না। তার কথা, ‘মিরাজ ওপরে খেলবে? কোথায় খেলবে? চারে তাওহিদ হৃদয়ই ভালো। আমি মিরাজের সামর্থ্যকে ছোট করছি না। তবে মনে হয়, তাকে সাত নম্বরে রাখাই ভালো হবে।’
Advertisement
বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনাকে ফিফটি ফিফটি দেখছেন সুজন। তিনি বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারবে বলেই আমি বিশ্বাস করি। নিউজিল্যান্ড-ভারত বেশ কঠিন প্রতিপক্ষ। তবে আশা করি বাংলাদেশ ভালো করবে। বাংলাদেশের সেমিতে খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি।’
এআরবি/এমএমআর/জিকেএস