বিনোদন

শাহরুখ-সালমানদের পথেই কি হাঁটছেন রণবীর সিং

শাহরুখ খান ও সালমান খানদের পথ ধরে হাঁটছেন রণবীর সিং এমন গুঞ্জন শোনা যাচ্ছে। ঘটনাটি একটু খুলেই বলা যাক। বলিউড তারকাদের অনেকেরই প্রযোজনা সংস্থা রয়েছে। এ তালিকায় শাহরুখ, সালমান, অজয় দেবগণ, ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়াসহ আরও অনেকেই রয়েছেন।

Advertisement

এবার জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে রণবীর সিংও নাকি প্রযোজনা সংস্থা খুলতে যাচ্ছেন। বিগত কয়েক বছর ধরে রণবীরের চলচ্চিত্র ক্যারিয়ারে ভাটা পড়েছে। বলিউডে টিকে থাকতেই কি মনে হয় প্রযোজনা সংস্থা খুলছেন এবার রণবীর- এমন প্রশ্ন তুলছেন কেউ কেউ।

করোনা মহামারির সময় থেকেই রণবীরের চলচ্চিত্র ক্যারিয়ারে খানিক ভাটা পড়েছে বললে বাড়িয়ে বলা হবে না! ‘৮৩’, ‘সার্কাস’, ‘জয়েশভাই জোয়ারদার’ কোনো সিনেমাই তার দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। ২০২৩ সালে ‘রকি অউর রানি’ ভালো আয় করলেও ‘পাঠান’, ‘জওয়ান’, ‘গদর ২’ কিংবা ‘অ্যানিম্যাল’সিনেমার ব্যবসার ধারে কাছেও ছিল না রণবীরের সিনেমা।

গত বছর রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’র বিরাট বিরাট তারকাদের কাস্টিংয়ে রণবীর সিং থাকলেও, কেন্দ্রীয় চরিত্রে থাকা অজয় দেবগণ, কারিনা কাপুরই লাইমলাইটে ছিলেন। এদিকে ‘ডন ৩’সিনেমার কাজ নিয়ে কনো তথ্য নেই!

Advertisement

রণবীর সিং-ও প্রযোজনা সংস্থা খুলতে যাচ্ছেন এমন জল্পনার মাঝেই মুখ খুলেছে তার টিম। টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এমনকি ভবিষ্যতেও তিনি এ কাজ করবেন না। তিনি বর্তমানে নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন।’

আরও পড়ুন মেয়েটা ২০ বছরের ছোট, রণবীরকে ছি ছি করছে সবাই  রণবীরকে নিয়ে মুকেশ খান্নার বিস্ফোরক মন্তব্য 

রণবীর সিং বর্তমানে আদিত্য ধরের পরিচালনায় ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং করছেন। এ সিনেমমায় সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, আর মাধবনসহ অনেক বড় বড় তারকা তারকাদের অভিনয় করতে দেখা যাবে।

এমএমএফ/জিকেএস

Advertisement