‘চল্লিশ হাওয়া’ নামে বই প্রকাশ করেছেন অভিনেতা শিমুল খান। বইটির মোড়ক উন্মোচন করেছেন চিত্রনায়িকা বুবলী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পরীবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র ভবনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। সেখানে হাজির হয়ে চমকে যান বুবলী। শিমুল খান বইটি বইটি উৎসর্গ করেছেন তার নামে।
Advertisement
সেই কথা ফেসবুকে পোস্টে জানিয়েছেন বুবলী। তিনি লিখেছেন, ‘আমাকে কিছু না জানিয়েই প্রিয় সহকর্মী বড় ভাই সমতুল্য অভিনেতা, লেখক, চলচ্চিত্র নির্মাতা শিমুল খান তার লেখা দ্বিতীয় বই ‘চল্লিশ হাওয়া - Forty Winds’ আমাকে উৎসর্গ করেছেন। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজ হাতে বইটির মোড়ক উন্মোচন করে উৎসর্গের জায়গায় ‘শবনম বুবলী’ নামটি দেখে আমি সত্যি বিস্মিত হয়েছি।’
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘চল্লিশটি উক্তি নিয়ে লেখা বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বই মেলার ৪২৬/৪২৭ নম্বর স্টলে সপ্তর্ষি প্রকাশনীতে। বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় এক মলাটে প্রকাশিত এই বইটি আমার সকল বইপ্রেমী শুভাকাঙ্খীগণ আপনাদের সংগ্রহে রাখতে পারেন। সবাই ভালো বই পড়ার অভ্যাস বজায় রাখি।’
ঢাকাই বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান পোস্টার ডিজাইনার সাজ্জাদুল ইসলাম সায়েমের ডিজাইন করা শৈল্পিক প্রচ্ছদে সাজানো বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় একই পুস্তকে প্রকাশিত ২০০ টাকা মূল্যের মৌলিক উক্তিমূলক বই ‘চল্লিশ হাওয়া’।
Advertisement
এমআই/এলআইএ/জিকেএস