খেলাধুলা

বুমরাহবিহীন ভারতের বিপক্ষে ‘নিজেদের দিনের’ আশায় বাংলাদেশ

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিয়ে খুব বেশি আশাবাদী নন মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার সুমনদের মতো সাবেক ক্রিকেটাররা। তাদের মতে, এবার যে গ্রুপে পড়েছে বাংলাদেশ, সেখান থেকে উৎড়ে সেমিফাইনালে খেলা ভীষণ কঠিন হবে।

Advertisement

সেই কঠিন চ্যালেঞ্জের শুরুটাও হচ্ছে কঠিন এক লড়াই দিয়ে। টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে প্রথম ম্যাচই শক্তিশালী দল টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতের বিপক্ষে। আজ দুবাইয়ে বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি।

ভারত তাদের ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে নাকাল করে এসেছে। ওই সিরিজে ভারত দেখিয়েছে, তাদের ব্যাটাররা কতটা আগ্রাসী হতে পারেন, বোলিংয়েও ছিল সব ঠিকঠাক। বিশেষ করে স্পিন বোলিংয়ে। দুবাইয়েও নিজেদের পছন্দের স্পিন সহায়ক পিচ পাবে ভারতীয়রা।

অন্যদিকে বাংলাদেশ তাদের সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছে ২০২৪ সালের ডিসেম্বরে, সেই সিরিজে ক্যারিবীয়দের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। তারপর থেকে ওয়ানডে ফরম্যাটের বাইরে।

Advertisement

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি বলতে টি-টোয়েন্টি ফরম্যাটের বিপিএল। টাইগার ক্রিকেটাররা বিপিএল নিয়েই ব্যস্ত ছিলেন গত কয়েকটা দিন। সেখান থেকে দুবাইয়ে গিয়ে একটি ওয়ানডে ফরম্যাটের প্রস্তুতি ম্যাচ খেলে। পাকিস্তান শাহিনসের বিপক্ষে সে ম্যাচেও বড় ব্যবধানে পরাজিত হয় নাজমুল হোসেন শান্তর দল।

সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। স্বস্তি একটাই, ভারতের একাদশে নেই জাসপ্রিত বুমরাহ। ভারতের এক নম্বর এই পেসার এবার চোটের চ্যাম্পিয়ন্স ট্রফিতেই নেই। বাংলাদেশের ব্যাটারদের জন্য যেটা বড় খুশির খবর।

ভারতকে যদি বাংলাদেশ অল্প রানে আটকে দিতে পারে কিংবা বুমরাহবিহীন ভারতীয় বোলিং লাইনআপ সামলে ভালো একটা স্কোর গড়ে দিতে পারেন শান্তরা, তবে জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশ্বের তাবৎ শক্তিধর দলগুলোও এখন এক বাক্যে স্বীকার করে, নিজেদের দিনে যে কাউকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে নিজেদের দিনটা কি আসবে আজই? টুর্নামেন্টের শুরুটা ভারতের মতো পরাশক্তির বিপক্ষে জয় দিয়ে করতে পারলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্র্রফির সেমিফাইনালে খেলার পথ অনেকটাই খুলে যাবে।

Advertisement

ম্যাচের আগের দিন বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও আশাবাদ ব্যক্ত করেন, পরিকল্পনা কাজে লাগাতে পারলে ভারতের বিপক্ষেও জয় তুলে নেওয়া সম্ভব।

শান্ত বলেন, ‘ভারতকে হারাতে গেলে সব বিভাগে ভাল খেলতে হবে। ভারতের বিরুদ্ধে আমাদের বেশ কিছু ভাল স্মৃতি আছে। যদি আমরা নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারি তা হলে জয়ের সম্ভাবনা রয়েছে।’

এমএমআর/এএসএম