উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়ে তিন নদীর সঙ্গমে স্নান করে পাপ মোচন করার ইচ্ছা ছিল। সেই ইচ্ছে অপূর্ণই রয়ে গেল। মহাকুম্ভে যাওয়ার আগেই পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার পুলিশের হাতে গ্ৰেফতার হলেন এক বাংলাদেশি নাগরিক।
Advertisement
মহাকুম্ভে যাওয়ার জন্য দুই থেকে তিন মাস আগে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে দিয়ে প্রবেশ করেছিলেন ধীরেন হালদার। তার সঙ্গে বাংলাদেশের পাসপোর্ট-ভিসা ছিল।
কিন্তু মহাকুম্ভের স্নান করার আগেই গ্রেফতার হন বাংলাদেশের যশোর জেলার বেনাপোল পাটবাড়ী এলাকার ৬৭ বছর বয়সী ওই ব্যক্তি।
হাবরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাবরা স্টেশন মোড় এলাকা থেকে ধীরেন হালদারকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে প্রবেশ করেই ভারতীয় ভুয়া জাল পাসপোর্ট, আধার কার্ড, ব্যাংক একাউন্ট ছাড়াও একাধিক পরিচয় পত্র তৈরি করেছেন ওই ব্যক্তি। কয়েক মাসের মধ্যেই জমিও কিনেছেন। পরবর্তীতে সপরিবারে ভারতে এসে থাকার পরিকল্পনা ছিল ধীরেন হালদারের।
Advertisement
পুলিশ সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভারতে একাধিকবার এসেছেন। তার পরিবারের সকল সদস্যের ভুয়া ভারতীয় নথি দিয়ে বানিয়ে ফেলেছেন আধার কার্ড। তাকে তল্লাশি করে বাংলাদেশের পাসপোর্টসহ ভারতীয় আধার কার্ডসহ একাধিক নথি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগ সমর্থকদের ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার অনুরোধ শুভেন্দুর কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নে তীব্র বিতর্ক বাংলাদেশি পর্যটকের অভাবে বন্ধ হতে চলেছে কলকাতার হোটেলগুলোএই কাজে ধীরেনের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছেন কি না সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ধীরেন হালদারকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসাত নগর দায়রা আদালতে পাঠানো হয়।
ডিডি/টিটিএন
Advertisement