জুভেন্টাসকে এত বড় ধাক্কা খেতে হবে, তা হয়তো মোটেও চিন্তায় ছিল না তোরিনোর ক্লাবটির। আগের ম্যাচে ২-১ গোলে জয় পাওয়ার কারণে, তারা ভেবেছিলো হয়তো আমরা তো শেষ ষোলোয় উঠেই গেছি। কিন্তু পিএসভি আইন্দোভেনের মাঠে গিয়ে এভাবে তাদেরকে নাকানি-চুবানি খেতে হবে, তা স্বপ্নেও ভাবেনি।
Advertisement
কিন্তু নেদারল্যান্ডসের আইন্দোভেনে ফিলিপস স্টেডিওনে গিয়ে ৩-১ গোলে বিধ্বস্ত হতে হলো ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে। দুই লেগ মিলে ৪-৩ গোলে জুভেন্টাসকে হারিয়েছে পিএসভি। অন্য ম্যাচে স্পোর্টিং সিপির সঙ্গে গোলশূন্য ড্র করে বরুশিয়া। দুই লেগ মিলে ৩-০ গোলে স্পোর্টিং সিপিকে বিদায় করে শেষ ষোলোয় উঠেছে বরুশিয়া।
মূলত ম্যাচের নির্ধারিত সময়ে পিএসভি জয় পায় ২-১ গোলে। দুই লেগে দুই দলের গোল সমান হয়ে যাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮তম মিনিটে ডিফেন্ডার রায়ান ফ্লেমিঙ্গো গোল করে পিএসভিকে জয় উপহার দেন। পরের ২২ মিনিটে জুভেন্টাস আর গোল করতে পারেনি। ফরে ৩-১ গোলে জয় দিয়ে ম্যাচ শেষ করে পিএসভি এবং দুই লেগে ৪-৩ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠে গেলো পিএসভি।
ম্যাচের প্রথমার্ধে কোনো গোলই হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে, ৫৩তম মিনিটে ইভান পেরিসিক প্রথম গোল করেন। ৬৩তম মিনিটে জুভেন্টাসকে সমতায় ফেরান তিমোথি উইয়াহ। তবে ৭৪তম মিনিটে ইসমায়েল সাইবারি আবারও এগিয়ে দেন পিএসভিকে। ৯৮তম মিনিটে জয়সূচক গোল করেন রায়ান ফ্লেমিঙ্গো।
Advertisement
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অন্য ম্যাচে স্পোর্টিং সিপির সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ ষোলোয় উঠে গেলো জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। আগের ম্যাচে স্পোর্টিং সিপির মাঠ থেকে ৩-০ গোলে হারিয়েছিলো বরুশিয়া। সেই ৩-০ গোলের জয়ই বরুশিয়াকে শেষ ষোলোয় তুলে দিলো।
আইএইচএস/