চীনের সিচুয়ান প্রদেশের কিছু অঞ্চল তুষারে ঢাকা নয়নাভিরাম সৌন্দর্যের জন্য সুপরিচিত। এর মধ্যে অন্যতম হলো চেংডু স্নো ভিলেজ। সম্প্রতি এই গ্রামটি কৃত্রিম তুষার বানিয়ে পর্যটকদের আকর্ষিত করার অভিযোগের মুখে পড়েছে। এ জন্য ক্ষমা চেয়ে পর্যটকদের অর্থ ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে চেংডু স্নো ভিলেজ কর্তৃপক্ষ।
Advertisement
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, চেংডু স্নো ভিলেজ কর্তৃপক্ষ চীনা সোশ্যাল মিডিয়া উইচ্যাটে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছে। সেখানে লেখা হয়েছে, জানুয়ারির শেষ দিকে লুনার নববর্ষের ছুটির সময়ে উষ্ণ আবহাওয়ার কারণে খুব একটা তুষার না পড়ায় পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য আনতে কৃত্রিমভাবে তুষারাবৃত পরিবেশ তৈরি করা হয়।
তুষারে ঢাকা পরিবেশ তৈরিতে গ্রাম কর্তৃপক্ষ তুলা ও সাবান-পানি দিয়ে নকল তুষার তৈরি করে। তবে এতে প্রত্যাশিত ফল মেলেনি। উল্টো গ্রামটিতে ভ্রমণে যাওয়া পর্যটকরা হতাশ হয়েছেন। প্রতারিত বোধ করছেন বলে জানিয়েছেন অনেকেই।
স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই নকল তুষারের ছবি। উইচ্যাটে ছবি প্রকাশ হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে।
Advertisement
একজন লিখেছেন, ঘর-বাড়ি ও গাছপালা দূর থেকে দেখে ঘন তুষারের আস্তরণে ঢাকা মনে হলেও কাছে গেলেই দেখা যায় নকল, তুলার তৈরি তুষার। একটি ভিডিওতে এক পর্যটক বলেছেন, আমি প্রতারিত বোধ করছি। আরেকজন ব্যবহারকারী লিখেছেন, তুষারবিহীন তুষার গ্রাম। ভুয়া বিজ্ঞাপন দেওয়া ও প্রতারণা এড়িয়ে চলা উচিত।
স্যোশাল মিডিয়ায় এমন বিরূপ প্রতিক্রিয়ার পর দুঃখপ্রকাশ করেছে চেংডু স্নো ভিলেজ কর্তৃপক্ষ। পর্যটন এলাকা থেকে নকল তুষার সরিয়ে নেওয়া হয়েছে। ছাড়া পর্যটন কেন্দ্রটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
এসএএইচ
Advertisement