আন্তর্জাতিক

কলকাতায় এক পরিবারে তিনজনের রহস্যজনক মৃত্যু

কলকাতার ট্যাংরার শীল লেনের অতুল শূর লেনে একটি পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে দুইজন নারী ও একজন নাবালিকা।

Advertisement

জানা যায়, বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রতিবেশীরা ওই বাড়ি থেকে কোনো সাড়া-শব্দ না পাচ্ছিলেন না। পরে পুলিশের একটি দল গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে হৃদয়বিদারক দৃশ্য সামনে আসে।

আরও পড়ুন>>

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় শেখ হাসিনাকে নিয়ে প্রশ্নে তীব্র বিতর্ক আওয়ামী লীগ সমর্থকদের ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার অনুরোধ শুভেন্দুর বাংলাদেশি পর্যটকের অভাবে বন্ধ হতে চলেছে কলকাতার হোটেলগুলো

এর আগে, সকালে বাইপাসের ধারে রুবি হাসপাতালের কাছে এক মোটরবাইক দুর্ঘটনায় দুইজন আহত হন। তারা হলেন প্রণয় দে ও প্রসূন দে। এছাড়া আরও একজন পথচারী এই দুর্ঘটনায় আহত হন।

Advertisement

স্থানীয়রা আহতদের রুবি হাসপাতালে নিয়ে যান। সেখানে তারাই পুলিশের কাছে ট্যাংরার ওই বাড়ির ঘটনা ও ঠিকানা জানান। এরপর কলকাতা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের মতে, নিহতরা পাড়ায় কারও সঙ্গে বিশেষ মেলামেশা করতেন না। তাদের কারও সঙ্গে শত্রুতা বা কোনো অশান্তির কথাও জানা নেই। তারা হ্যান্ড গ্লাভসের ব্যবসা করতেন। পরিবারে দুই ভাই, দুই বউ ও এক কন্যাসন্তান ছিল।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানান, ওই বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দু’জনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত বাইক আরোহীদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে এই ঘটনার সঠিক কারণ তদন্তের পরেই বলা যাবে।

Advertisement

পুলিশ কমিশনার বলেন, আহতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কিছু অনুমান করা যাচ্ছে। তবে পুরো ঘটনা তদন্ত শেষ হওয়ার আগে কিছু নিশ্চিত বলা সম্ভব নয়।

এদিকে, আহতদের মধ্যে দু’জন নিহত নারীদের স্বামী এবং একজন তাদের পরিবারেরই কন্যাসন্তান। নিহতদের একজনের গলায় এবং বাকি দু’জনের হাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

ডিডি/কেএএ