শিক্ষা

লংমার্চে পুলিশের বাধা, কর্মবিরতির ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

জাতীয়করণের দাবিতে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে নতুন দুই কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোট।

Advertisement

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষক সমাবেশ এবং বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির কথা বলা হয়েছে। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার প্রতিবাদে আগামীকাল সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে। এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া সমাবেশ থেকে পদযাত্রা কর্মসূচি পালন করা হতে পারে।

Advertisement

আরও পড়ুনবেসরকারি শিক্ষকদের ‌‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে পুলিশের বাধা ৪৪তম বিসিএসের একদিনের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন 

দেলোয়ার হোসেন আজিজী আরও বলেন, শিক্ষক সমাবেশের পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার সারাদেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি অব্যাহত থাকবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

এর আগে আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন শিক্ষক-কর্মচারীরা। তবে পুলিশের বাধার মুখে পল্টন মোড়ের দিকে চলে যান তারা।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা সাতদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গত রোববার অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা। দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচিসহ আমরণ অনশন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শিক্ষকরা।

এএএইচ/কেএসআর

Advertisement