ক্যাম্পাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখার উদ্যোগে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে।

Advertisement

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শুরু হওয়া এ উৎসব চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে বসেছে এ প্রকাশনা উৎসবের স্টল। স্টলগুলোতে জুলাই বিপ্লবকে ধারণ করা ছাত্রশিবিরের তিন পৃষ্ঠার ক্যালেন্ডার, ছোট-বড় তিন ধরনের ডায়েরি, বড় ও ছোটদের জন্য শিক্ষামূলক ও ইসলামিক বইসহ ছাত্রশিবিরের অন্যান্য প্রকাশনা সামগ্রীও পাওয়া যাচ্ছে। স্টলে ক্ষণেক্ষণে ভিড় জমাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তাদের অনেকে এসব প্রকাশনা সামগ্রী দেখছেন, আবার অনেকে তা নিজের জন্য বা প্রিয়জনের জন্য কিনে নিচ্ছেন।

প্রকাশনা উৎসবে এসে কিছু বই কিনেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ। তিনি ছাত্রশিবিরকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা বিগত সময়ে এমন আয়োজন দেখিনি। বর্তমান সময়ে এ রকম আয়োজন দরকার। বইমেলা আগেও হয়েছে, এরকম প্রোগ্রাম হয়নি। আমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি মুসলিম হিসেবে ইসলামী বইগুলো পড়া জরুরি। এখানে সমসাময়িক সময়ে ইসলাম নিয়ে দারুণ দারুণ বই বের হয়েছে। আমি কিছু বই কিনেছি।’

Advertisement

আরও পড়ুন

শেকৃবি শাখা ছাত্রশিবিরের প্রকাশনা উৎসবের ঘোষণা

আয়োজনের বিষয়ে জানতে চাইলে শেকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আবুল হাসান বলেন, ‘ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। আপনি যদি আমাদের ক্যালেন্ডারগুলোতে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে তিন পাতার ক্যালেন্ডার রয়েছে। যেখানে জুলাই বিপ্লবের বিভিন্ন প্রতীকী তুলে ধরা হয়েছে। আমাদের এখানে বিভিন্ন প্রকাশনার বই, শিবিরের সিলেবাস ভিত্তিক সাহিত্য, রমাদান পরিকল্পনা এবং নিজস্ব প্রকাশনীর বই রয়েছে।

জুলাইয়ের আইকনিক শহীদ আবু সাঈদ কর্নারসহ আন্দোলনের বিভিন্ন কর্নার প্রদর্শন করার চেষ্টা করেছি। ফ্যাসিবাদ কর্নারে আপনি দেখতে পাবেন সাবেক ফ্যাসিস্ট হাসিনার এমপি-মন্ত্রীদের বিভিন্ন দুর্নীতি-লুটপাটের চিত্র।

সাইদ আহম্মদ/এমএএইচ/এমএস

Advertisement