ফেসবুক শুধু এখন সময় কাটানোর প্ল্যাটফর্ম নয়। এখানে হাজার হাজার মানুষ তাদের জীবিকার পথ খুঁজে পেয়েছে। ফেসবুক ব্যবহার করে গড়ে উঠেছে অনেক বড় অনলাইন মার্কেট। ফেসবুক লাইভে পণ্য দেখিয়ে তার খুঁটিনাটি বুঝিয়ে দিতেন মালিকরা। সেখান থেকেই দেখে বুঝে ক্রেতারা কিনতে পারেন পছন্দের পণ্যটি।
Advertisement
ফেসবুকে একবার লাইভ করলে আপনি নিজে থেকে ডিলিট না করলে তা থেকে যেত দীর্ঘ সময় পর্যন্ত। এমনকি কয়েক বছর আগের লাইভের রেকর্ডেড ভিডিও স্টর করা থাকত ফেসবুক পেজে। তবে এবার ফেসবুক নতুন ঘোষণা নিয়ে এলো ব্যবহারকারীদের জন্য।
এবার থেকে একটি লাইভ ভিডিও ৩০ দিনের বেশি রাখা যাবে না পেজে। ৩০ দিন পর নিজে থেকেই সেটি মুছে যাবে। তবে চাইলে ব্যবহারকারী তা সংরক্ষণ করে রাখতে পারবেন।
তবে পুরোনো লাইভ ভিডিও মুছে ফেলার আগে ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাবেন। যেখানে ৯০ দিন সময় দেওয়া হবে পুরোনো ভিডিও সংরক্ষণ, স্থানান্তর বা রূপান্তর করার জন্য।
Advertisement
ফেসবুক জানিয়েছে, এই পরিবর্তন ফেসবুকের স্টোরেজ নীতিকে ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে এবং ফেসবুকের লাইভ ভিডিওর অভিজ্ঞতা আরও উন্নত করবে।
তবে ব্যবহারকারীরা যদি আরও সময় চান, তাহলে তারা ভিডিও মুছে ফেলার সময় ৬ মাস পর্যন্ত পেছাতে পারবেন। তবে যদি ৬ মাসের মধ্যে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। তাহলে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে পুরোনো ভিডিওগুলো মুছে ফেলবে। এরপরে ব্যবহারকারী সেগুলো আর কোনোভাবেই ফিরে পাবেন না।
ফেসবুক ব্যবহারকারীদের তাদের পুরোনো লাইভ ভিডিওগুলো সংরক্ষণে সাহায্য করার জন্য নতুন ডাউনলোড টুল চালু করছে।ব্যবহারকারীরা চাইলে নিজেদের লাইভ ভিডিওগুলো নিজেদের ডিভাইসে সংরক্ষণ করতে পারবেন। ভিডিওগুলো ড্রপবক্স বা গুগল ড্রাইভের মতো ক্লাউড স্টোরেজে ট্রান্সফার করে সংরক্ষণ করতে পারবেন।
এছাড়া ব্যবহারকারীরা চাইলে তাদের লাইভের গুরুত্বপূর্ণ অংশগুলো কেটে রিলসে আপলোড করে রাখতে পারেন। এতে দীর্ঘদিন পর্যন্ত আপনার লাইভের বিশেষ বা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সংরক্ষণ করতে পারবেন।
Advertisement
সূত্র: মেটা, টেকক্রাঞ্চ
কেএসকে/জেআইএম