সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘চাচা, হেনা কোথায়?’ এ সংলাপটি ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে এখন সবাই অনলাইন কিংবা অফলাইনে বিভিন্ন ধরনের কৌতুক করছেন। এ সংলাপটি ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমার। এতে অভিনয় করেছিলেন ছিলেন আনোয়ার হোসেন ও বাপ্পারাজ। আর সিনেমায় হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ। অবশেষ হেনার সন্ধান পেলেন বাপ্পারাজ। তাদের দুজনের টাঙ্গাইলে সাক্ষাৎ হয়েছে।
Advertisement
আজ (১৯ ফেব্রুয়ারি) অভিনেতা নাঈমের টাঙ্গাইলের বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বাপ্পারাজসহ সিনেমার অনেকেই আমন্ত্রিত অতিথি ছিলেন। এসময় নাঈমের সঙ্গে থাকা শাবনাজকে দেখে বাপ্পারাজ আবেগাপ্লুত হয়ে পড়েন।
বাপ্পারাজ ও শাহনাজ দুজনে কুশল বিনিময় করেন। দুজনেই আনন্দে অশ্রুসজল হয়ে যান। এরপর তারা হাসি আড্ডায় হারিয়ে যান ভিন্ন জগতে। এ সময় এক পর্যায়ে নাঈমকে বাপ্পারাজ জিজ্ঞেস করেন ‘নাঈম ভাই হেনা কোথায়? নাঈমের উত্তর, ‘বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেসিস। হেনার তো আমার সঙ্গে অনেক আগে বিয়ে হয়ে গেছে’।
বাপ্পারাজ চিৎকার করে বলেন, ‘না আমি বিশ্বাস করি না।’ এ সময় বাপ্পারাজ নাঈমের পিঠ চাপড়াতে থাকেন। অন্যদিকে এ সময় অন্য অতিথিরা ‘প্রেমের সমাধি ছেড়ে’ গানটি পরিবেশন করেন। এর ভিডিও চিত্রনায়ক ও সানি ও কায়েস আরজু তাদের ফেসবুকে প্রকাশ করেছেন। এ ভিডিওটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
Advertisement
‘প্রেমের সমাধি’ সিনেমাটি নির্মাণ করেছিলেন ইফতেখার জাহান। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। সম্প্রতি ভাইরাল হওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমার সেই ভিডিও ক্লিপে দেখা যায়, ‘সিনেমার এক পর্যায়ে নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়িতে যন। সেখানে গিয়ে দেখেন হেনার বাড়ি সাজানো।
বকুল হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা, কথা বলছেন না যে। চুপ করে আছেন কেন?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন দিশেহারা হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।’
এমএমএফ/জেআইএম
Advertisement