এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করার দাবিতে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
Advertisement
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন শিক্ষক-কর্মচারীরা। তবে পুলিশের বাধার মুখে পল্টন মোড়ের দিকে চলে যান তারা।
এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারীরা ঘোষণা দিয়েছিলেন, বুধবার দুপুরের মধ্যে সরকারের পক্ষ থেকে দাবির ব্যাপারে কোনো ঘোষণা না এলে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি করবেন। সেই কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা সাতদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। গত রোববার অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা। দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচিসহ আমরণ অনশন কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।
Advertisement
এএএইচ/এমএএইচ/