তথ্যপ্রযুক্তি

ফেসবুকে যেসব কনটেন্ট পোস্ট করে বিপদে পড়তে পারেন

মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে অনলাইনে কিছু পোস্ট বা মন্তব্য করার ফলে আইনি ঝামেলায় পড়ার ঝুঁকি থাকে।

Advertisement

বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ সহ বিভিন্ন আইনের আওতায় ফেসবুকে কিছু ধরনের পোস্টের জন্য জেল, জরিমানা বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। চলুন দেখে নেওয়া যাক কী ধরনের পোস্ট ফেসবুকে করলে বিপদে পড়তে পারেন-

রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট

বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের আওতায় রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্বেষমূলক বা উসকানিমূলক পোস্ট শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। যেমন- রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো, সামরিক বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও সংহতির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য প্রচার। ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ (ধারা ২১, ২৫), সর্বোচ্চ শাস্তি ১৪ বছর জেল এবং ১০ লাখ টাকা জরিমানা।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন পোস্ট

বাংলাদেশের আইন অনুযায়ী, কোনো ধর্ম বা ধর্মীয় অনুভূতির প্রতি অবমাননাকর পোস্ট শাস্তিযোগ্য অপরাধ। যেমন- ধর্মীয় উপাসনা বা প্রতীকের বিরুদ্ধে কটূক্তি, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে ভুয়া তথ্য প্রচার। ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ (ধারা ২৮)। যার সর্বোচ্চ শাস্তি ১০ বছর জেল এবং ১০ লাখ টাকা জরিমানা

Advertisement

মানহানিকর বা ব্যক্তি-আক্রমণমূলক পোস্ট

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করা ফৌজদারি অপরাধ। যেমন- কারো বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ পোস্ট করা, কোনো সেলিব্রিটি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার, ব্যক্তিগত ছবি বা তথ্য অনুমতি ছাড়া শেয়ার করা। ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ (ধারা ২৯), যার সর্বোচ্চ শাস্তি ৩ বছর জেল এবং ৫ লাখ টাকা জরিমানা।

মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো

সামাজিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। যেমন- ভুয়া সংবাদ বা ভিডিও পোস্ট করা, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকটের সময় ভুয়া তথ্য প্রচার, নির্বাচন সংক্রান্ত গুজব ছড়ানো। ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ (ধারা ২৫), যার সর্বোচ্চ শাস্তি ৫ বছর জেল এবং ৫ লাখ টাকা জরিমানা।

পর্নোগ্রাফি বা অশ্লীল কনটেন্ট শেয়ার

বাংলাদেশে পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ বা প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২, যার সর্বোচ্চ শাস্তি ৭ বছর জেল এবং ২ লাখ টাকা জরিমানা।

প্রতারণা ও সাইবার অপরাধ

ভুয়া লটারি, অফার, বা চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, অন্যের ব্যক্তিগত তথ্য বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার। ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ (ধারা ২৩, ২৪), যার সর্বোচ্চ শাস্তি ৫ বছর জেল এবং ৫ লাখ টাকা জরিমানা।

Advertisement

ফেসবুকে যে কোনো কিছু পোস্ট করার আগে অবশ্যই আইনের বিষয়ে সচেতন থাকা জরুরি। অনলাইনে স্বাধীনতা থাকলেও তা যেন অন্যের ক্ষতির কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন

ফেসবুক অ্যাকাউন্টকে পেজে রূপান্তরিত করবেন যেভাবে পুরোনো ফেসবুক অ্যাকাউন্ট পুরোপুরি ডিলিট করবেন যেভাবে

সূত্র: মেটা

কেএসকে/এমএস